মঙ্গলবার, ৩০শে অক্টোবর, ২০১৮ ইং ১৫ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

পাকিস্তানে ভারতীয় টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ

নিম্ন আদালতের রায় উল্টে দিয়ে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার নিষিদ্ধের আদেশ পুনর্বহাল করেছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত।পাকিস্তানের মধ্যদিয়ে প্রবাহিত নদীগুলোতে ভারতের বাঁধ নির্মাণের কারণে তাদের চ্যানেলগুলো নিষিদ্ধের সিদ্ধান্তটি সমর্থনযোগ্য বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার, খবর বিবিসির।

এ বাঁধগুলো তাদের বিরুদ্ধে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাকিস্তানের। অভিযোগ অস্বীকার করেছে ভারত।ভারতীয় টেলিভিশন চ্যানেল ও চলচ্চিত্রের জনপ্রিয়তা আছে পাকিস্তানে। কিন্তু দুদেশের মধ্যে উত্তেজনা চলাকালে এর আগেও সেগুলো নিষিদ্ধ করেছিল পাকিস্তান।

খবরে প্রকাশ, লাহোর হাইকোর্টের আগের রায় উল্টে দিয়ে বিচারপতি নিসার বলেছেন, “পাকিস্তানমুখি পানির প্রবাহ সঙ্কুচিত করছে ভারত। তাদের চ্যানেলগুলো আমরা কেন বন্ধ করবো না?” পাকিস্তানের ৮০ শতাংশেরও বেশি সেচভিত্তিক কৃষিজমি সিন্ধু নদ ও এর উপনদী, শাখানদীগুলোর ওপর নির্ভরশীল। এসব নদীর অধিকাংশেরই উৎস হিমালয় পর্বতমালা।

১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তান। ২০০৮ সালে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তারপর থেকে বিক্ষিপ্তভাবে নিষেধাজ্ঞা ফের বহাল করা হচ্ছিল।

২০১৬ সালে ভারত অধিকৃত বিরোধপূর্ণ অঞ্চল কাশ্মিরে ভারতীয় কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করার পর সব ভারতীয় টেলিভিশন চ্যানেল ও রেডিওর সম্প্রচার ফের বন্ধ করে দেয় পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

অর্জুনা রানাতুঙ্গা গ্রেপ্তার

সংকট সহিংস রক্তপাতে রূপ নিতে পারে : শ্রীলঙ্কার স্পিকারের হুঁশিয়ারি

সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত

নিশ্চয়ই বাংলার জনগণ নৌকায় ভোট দেবে : প্রধানমন্ত্রী

লিঙ্গ বদল করে বিয়ে পিঁড়িতে, ভালোবেসে কনে হলেন তরুণ

শুকিয়ে যাওয়া নদী থেকে মিলছে সোনা-রুপার মুদ্রা

যে কারণে মোদির দাওয়াত ফিরিয়ে দিলেন ট্রাম্প

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত সেই বিমানের পাইলট ছিলেন ভারতীয়

সাগরে বিধ্বস্ত ইন্দোনেশীয় বিমানের কোনো আরোহী বেঁচে নেই