শনিবার, ২০শে অক্টোবর, ২০১৮ ইং ৫ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

আইয়ুব বাচ্চু ছিলেন সংগীত যোদ্ধা : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আইয়ুব বাচ্চু ছিলেন সংগীত যোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন। তার চলে যাওয়া অকাল ও আকস্মিক বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শেষ শ্রদ্ধা জানাতে জন্য আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেই আইয়ুব বাচ্চুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে মন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম তার দেখানো পথে চলে নব চেতনায় উজ্জীবিত হবে।

মন্ত্রী বলেন, আমরা জানি প্রতিটি কনসার্ট তিনি জাতীয় সংগীত দিয়ে শুরু করতেন। মাদকমুক্ত সমাজ ও নারীর প্রতি সহিংসতা রোধে তিনি ছিলেন সংগীত যোদ্ধা। এছাড়া ব্যান্ড সংগীতকে তিনি এক অনন্য পর্যায়ে নিয়ে গেছেন বলেও মন্তব্য করেন কাদের।