বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

আমার শেষ নির্বাচন, সুষ্ঠু হলে জাপা ক্ষমতায় আসবে: এরশাদ

নিজস্ব প্রতিবেদক : মানুষ পরিবর্তন চায়, দেশে পরিবর্তনের ঢেউ লেগেছে। মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এটা আমার শেষ নির্বাচন। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। জোটগতভাবে নির্বাচন করব। রাজনৈতিক মেরুকরণ হবে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

বর্তমান সংসদে প্রতিনিধিত্ব আছে এমন দল থেকে নির্বাচনকালীন সরকার গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এরশাদ।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। আমরা সম্মিলিত জোটগতভাবে নির্বাচন করব। ৩০০ আসনে প্রার্থী দেব। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

মঞ্চ প্রস্তুত, নেতাদের অপেক্ষা

সিলেটের রাজপথে আ.লীগও

খালেদা জিয়ার আপিল বিষয়ে সিদ্ধান্ত বিকালে

এতিম শিশুকে এ কেমন নির্যাতন?

মাদকপাচার, মানবপাচারে পাশের দেশের অপরাধীরাও জড়িত: প্রধানমন্ত্রী

সংসদ থেকে বিদায় নিলেন অর্থমন্ত্রী

কৃষি ঋণে খেলাপি ৫ হাজার ৬৯৫ কোটি টাকা

মধ্যরাতে রাজধানীতে নারীকে হয়রানি, দুই পুলিশ সদস্য বরখাস্ত

সিলেটে অবরুদ্ধ বিএনপি নেতারা, আটক ১০