ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ফের চাঁদাবাজির মামলা
নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ফের চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আশুলিয়া থানায় করা এই মামলায় জাফরুল্লাহর বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (১৯ অক্টোবর) রাতে মামলাটি দায়ের করেন হাসান ইমাম নামে এক ব্যক্তি। মামলায় ডা. জাফরুল্লাহ ছাড়াও গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও আওলাদ হোসেনের নাম উল্লেখসহ আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, শুক্রবার রাতে হাসান ইমাম থানায় এসে ডা. জাফরুল্লাহসহ তার সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতেই মামলার তদন্ত চলবে।
এর আগে, মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিও আশুলিয়া থানায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের মামলা করেছিলেন। আরটিভি অনলাইন