রবিবার, ১৪ই জুলাই, ২০১৯ ইং ৩০শে আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ

কম খরচ করেন, পার্টিতেও যান না আনুশকা

অনলাইন ডেস্ক : বলিউড সিনেমার বাণিজ্যে আনুশকা শর্মা নিঃসন্দেহে অন্যতম সফল অভিনেত্রী—সাহসী, ব্যক্তিত্বসম্পন্ন ও মনের কথা খোলাখুলি বলতে সদা প্রস্তুত তিনি। সিনেমায় ব্যাকগ্রাউন্ড বা পটভূমি না থাকা সত্ত্বেও কাজ দিয়ে তিনি শীর্ষদের একজন হয়েছেন।

সিনেমা ব্যবসাসফল হোক আর না হোক, কখনোই খুব বেশি উত্তেজিত বা হতাশ হন না আনুশকা শর্মা।

অনেক অভিনেতাই তাঁদের পেশা নিয়ে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগেন। সেখানে আনুশকা কিছুটা নির্বিকার। কীভাবে তিনি তা পারেন? এ অভিনেত্রী বলেন, ‘যখন আমি অরক্ষিত অবস্থানে ছিলাম, তখনো আমার ভেতর ভীতি ব্যাপারটা ছিল না। আর এখন কেন এসব ভাবব, যখন আমি অনেক বেশি নিরাপদ জায়গায় আছি? যেসব ছবিকে আপনি হ্যাঁ বলছেন, শুধু সেগুলোই নয়, না বলা ছবিগুলোও আপনার ক্যারিয়ার তৈরি করে।’

আনুশকা বলেন, ‘কোনো পরিচালকের সর্বশেষ সিনেমাটি সফল বলেই তাঁর পরবর্তী ছবিটিকে হ্যাঁ বলতে হবে, এটা কোনো কারণ হতে পারে না। আমার জন্য সেটাই দেখার বিষয়, কী নিয়ে তিনি আমার কাছে আসছেন। প্রযোজক বা পরিচালকের সর্বশেষ ছবির সাফল্য বিবেচনা করে আমি কখনোই চুক্তিবদ্ধ হইনি।’

ভারতের সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলকে আনুশকা শর্মা আরো বলেন, যদিও অভিনেত্রীদের জীবনধারাকে অসংযত ও ব্যয়বহুল মনে করা হয়, তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন।

‘পিকে’ অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি, এ ক্ষেত্রটি বিবেচনায় নিলে খুব ভাগ্যবান ও এগিয়ে আছি। আমি এমন একজন, যে অপ্রয়োজনীয়ভাবে অর্থ খরচ করে না। পার্টি বা অন্য কোথাও যাই না, কারণ ঘর থেকে বের হতে আমার ভালো লাগে না। খুবই সাধারণ ও ঘরমুখী জীবনযাপনের কারণে আমার খুব বেশি অর্থ খরচও হয় না। এটা বেশ ভালো, এর মানে এই নয় যে আমার পকেটে তেমন টাকা নেই।’

আনুশকা শর্মার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সুই ধাগা : মেইড ইন ইন্ডিয়া’। এ ছবিতে তিনি বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। বক্স অফিসে ভালো আয় করেছে ছবিটি। ফিল্মফেয়ারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এ ছবির আয় ৭৫ কোটি রুপি। সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে আনুশকার পরবর্তী ছবি ‘জিরো’।

এ জাতীয় আরও খবর

‘ভয় দেখিয়ে’ যুবদল নেতার স্ত্রীকে বিয়ে করেছিলেন সেই পুলিশ কর্মকর্তা

সিঁদূর পরলেও আমার ঈমান ঠিক আছে : নুসরাত

বিনামূল্যে আমিরাতের ভিসা পাচ্ছেন কিশোর-কিশোরী পর্যটকরা

ভুল করেছি কিন্তু টাকা ছাড়ব না

বিশ্ব চ্যাম্পিয়ন হতে ইংল্যান্ডের প্রয়োজন ২৪২ রান

ভাইয়ের হয়ে ক্ষমা চাইলেন জিএম কাদের

এরশাদের মৃত্যুর খবরে যা লিখলো বিশ্ব গণমাধ্যম

বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে নিজেই ছুটে যেতেন এরশাদ

ভুল আউট দিয়ে ফাইনাল শুরু করলেন আম্পায়ার ধর্মসেনা

মিন্নিকে গ্রে*ফতারের দাবিতে বরগুনায় মানববন্ধন

সিলেটে কামাল হত্যা মামলায় সৎ ভাইয়ের ফাঁসি

ছয় মাসেই শেষ ২৫০০ কোটি টাকার আউটার রিং রোড!