শুক্রবার, ১২ই অক্টোবর, ২০১৮ ইং ২৭শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

এতো পিরিত কেমতে আসে? এতো রস কই পাও? ঢং কইরোনা ত!

অপু বিশ্বাসপ্রতীকী ছবি

বউ এমন একজন যে –
আপনি বেশী ঘুমাইলে বলবে –
কি সমস্যা? নেশা করসো নাকি? এতো ঘুমাও ক্যান?
কম ঘুমাইলে বলবে –
কি ব্যাপার চোখে ঘুম নাই কেন? দেবদাস হইছো? কবিতা লিখো? facebook বন্ধ করো, ঘুমাও কইলাম..!
বেশী খাইলে বলবে –
দিন দিন তো হাতি হইতাছো! বিশ্রী একটা ভুড়ি বানাইছ! তবু খাওয়া কমেনা কেন?
কম খাইলে বলবে –
বুড়া বয়সে আবার ভিমরতী শুরু করলা ক্যান? স্লিম সাজো, না? কারে দেখাইবা শুনি!

বেশী খরচ করলে বলবে –
তোমার তো ভবিষ্যত বইলা কিছু নাই, বুড়া বয়সে খাবা কি?
কম খরচ করলে বলবে –
এমন কিপটা মানুষ জীবনে দেখি নাই, হা খোদা এই মানুষ ছিল আমার কপালে!

সাজগোজ করলে বলবে –
তোমার তো মতিগতি সুবিধার ঠেকতাছে না, এত সাইজা কারে দেখাবা? সত্যি বলবা কিন্তু!
সাজগোজ না করলে বলবে-
এই ছিল ভাগ্যে, এমন ক্ষেত কোথাও একটু সাথে নিতেও পারিনা!

শুদ্ধ ভাষায় কথা বললে বলবে –
ভদ্দরনোক হইছে! ঢং কইরা কথা কয়!
আঞ্চলিক ভাষায় কথা বললে বলবে-
তোমার গেয়ো স্বভাব আর গেলোনা, কবে একটু সভ্য হবা বলোতো?

ঘরকুনো হলে বলবে-
তোমার শরীরে তো শেকড় গজায়ে যাবে, কেমনে পারো ম্যান?
বাউন্ডুলে হলে বলবে-
বাড়িতে তো মন বসবে না জানি, আমারে তো আর ভাল্লাগেনা, বুঝি, সব বুঝি!

কথা বেশী বললে বলবে –
তুমি এতো বাচাল ক্যান জানো? মাথা ধইরা যায়!
কম কথা বললে বলবে-
ও, আমার পাশে আসলে জবান বন্ধ হয়ে যায়, অথচ অন্য কেউ হইলে কথার ফুলঝুরি ফুটে!

কম ভালোবাসলে বলবে –
একটুও ভালোবাসেনা
বেশী ভালবাসলে বলবে-
এতো পিরিত কেমতে আসে? এতো রস কই পাও? ঢং কইরোনা ত!

লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত

এ জাতীয় আরও খবর

আজ আবার আমি ভার্সিটির পথে। মনটা খারাপ। হঠাৎ কোত্থেকে কুদ্দুস ভাই আইসা বলল, চল আমার মেসে, লালপানির ব্যাবস্তা করছি…….

জ্বীন থেকে বাঁচার কিছু উপায়, রাতে একা একা হাটলে যদি বুঝতে পারেন পিছে কেউ আছে,তাহলে……

একটি শিক্ষনীয় গল্প, সবাই একবার হলেও পড়ুন একটু কষ্ট করে…

যুবকটি বললো, ‘তুমি কেঁদনা আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি’। . কিছুক্ষন পরে যুবকটি কেরোসিন কিনে এনে বললো..

অনেক অনেক বছর আগের কথা। এক বনের পাশে লোকালয়ে থাকতো এক বোকা কাক। কোনো এক বাড়ি থেকে সে এক টুকরো ……

গুগল ম্যাপে স্ত্রীকে দেখে…

যে কারণে ইসরাইলের নারী সেনাদের পতিতাবৃত্তি

শীর্ষ ১০ ধনী ব্যক্তি বাংলাদেশের

৩৫ কেজি খাবারের পাশাপাশি যে সুলতান নিয়মিত বিষ পান করতেন