বঙ্গোপসাগরে নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ওই গভীর নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপকূলের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে।
ভারতের আবহাওয়া অধিদফতর সূত্রে জানানো হয়েছে, নিম্নচাপের জেরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বঙ্গোপসাগরের উপকূলের দিকে। এর প্রভাবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বৃষ্টিশুরু হবে।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের অভিমুখ এখনও পর্যন্ত ওড়িশা-অন্ধ্রপ্রদেশের দিকে রয়েছে। এর প্রভাবে তিনদিন টানা বৃষ্টিহওয়ার সম্ভাবনা রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস সূ্ত্রে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে সব থেকে বেশি বৃষ্টিহবে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান এবং মুর্শিদাবাদে।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই গিয়েছেন, তাঁদের উদ্দেশে ফিরে আসার সতর্কবার্তাও জারি করা হয়েছে।