রবিবার, ৭ই অক্টোবর, ২০১৮ ইং ২২শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

ত্রিপুরায় বাংলাদেশি মাছ রপ্তানি পুনরায় শুরু

অনলাইন ডেস্ক : ২৫ দিন বন্ধ রাখার পর ভারতের ত্রিপুরায় পুনরায় মাছ রপ্তানি শুরু করতে রাজি হয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। শুক্রবার রাতে উভয় দেশের ব্যবসায়ী ও কর্মকর্তাদের বৈঠকের পর শনিবার সকাল থেকে স্বাভাবিক মাছ রপ্তানি শুরু হয়। খবর পিটিআই ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বৈঠকে আখাউড়া চেকপয়েন্টে ভারতীয় সন্ত্রাসীদের চাঁদাবাজি নিয়ে দেশটির কর্মকর্তা ও ব্যবসায়ীদের আশ্বাসের পর রপ্তানি পুনরায় শুরু করতে বাংলাদেশি ব্যবসায়ীরা একমত হন বলে জানা গেছে।

আখাউড়া-আগরতলা আমদানি-রপ্তানি সমিতির নেতা খোকন ভৌমিক জানান শনিবার বড় আকারের মাছের চালান বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসেছে।

গেল ৪ সেপ্টেম্বর আখাউড়া আগরতলা আন্তর্জাতিক চেকপয়েন্টে ১০ হাজার কেজি মাছের একটি চালান হস্তান্তরের সময় তল্লা (চাঁদা) দাবি করে ভারতীয় সন্ত্রাসীরা। এ নিয়ে বচসার জেরে কয়েকদিন পড়ে থেকে মাছগুলো পঁচে যায়। এর জেরে বাংলাদেশি ব্যবসায়ীরা ত্রিপুরায় মাছ রপ্তানি বন্ধ করে দেন।

বিষয়টি নিয়ে উভয় পক্ষের বৈঠক হয় ১৭ সেপ্টেম্বর। সেখানে পঁচে যাওয়া মাছের ক্ষতিপূরণ কিভাবে দেয়া হবে তা নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্টরা।