সিলিন্ডার বিস্ফোরণ,অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে ইলমা আক্তার নামে ৯ মাস বসয়ী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার বগডহর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইলমা একই গ্রামের মো. রবিউল্লার মেয়ে।
এ ঘটনায় রবিউল্লা ও তার ছেলে গোলাম রব্বি (৪) দগ্ধ হয়েছেন। এরমধ্যে রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম রাজা বিষয়টি নিশ্চিত করে জানান, বগডহর গ্রামের মাঝি রবিউল প্রতিদিন ভোরে নাস্তা খেয়ে নদীতে মাছ ধরতে যান। ভোররাতে রবিউলের স্ত্রী রুমা আক্তার চুলায় রান্না বসিয়ে টয়লেটে যান।
এ সময় এলপি গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়। এতে ঘরে ঘুমিয়ে থাকা শিশু ইলমা ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায় আর রবিউল্লা ও ছেলে রাব্বি দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।