আশুগঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষে সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: আশুগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলার চর চারতলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ হানিফ মুন্সী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, সানজিদা পারভীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সিষ্ট্রাক্টর বিউটি ইসলাম।
আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নূরুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুবি জাহান খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি নারায়ন চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ, অর্থ সম্পাদক সোহরাব হোসেন, মহিলা সম্পাদক মমতাজ বেগম, অবসর প্রাপ্ত শিক্ষক রোকেয়া বিলকিস। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষিকাগনকে সম্মাণনা প্রদান করা হয়। এছাড়া ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আশুগঞ্জ উপজেলার অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবীন শিক্ষক মোঃ মনির হোসেন। সেমিনারের প্রথমে অনুষ্ঠানে নবগঠিত আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরি কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা, শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকদের ভূমিকা রাখার পরামর্শ দেন অতিথিরা। এছাড়া সরকারের বাধ্যতা মুলক প্রাথমিক শিক্ষা প্রকল্প বাস্তায়নে সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।