সোমবার, ১৬ই জুলাই, ২০১৮ ইং ১লা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

উড়ল প্রথম হজ ফ্লাইট

শনিবার সকাল ৭টা ৫২ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা হয়  বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ জানিয়েছেন। তিনি বলেন, “আজ (শনিবার) তিনটি ডেডিকেটেড ফ্লাইট ও একটি শিডিউলড ফ্লাইট জেদ্দা যাবে।”

সরকারের সিদ্ধান্ত অনুসারে, এবছর ভিসার আগেই সব এজেন্সিকে নিজ নিজ হজযাত্রীদের টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়। এবছর সৌদি আরব সরকার নির্ধারিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত কোনো হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে না বলে জানান শাকিল মেরাজ। হজ গমনেচ্ছুদের জন্য সাউদিয়া এয়ারলাইন্স থেকে ৪৬ হাজার ৭৫৫টি এবং বাংলাদেশ বিমান থেকে ৫১ হাজারের বেশি টিকিট ইস্যু করা হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় ইতোপূর্বে জানিয়েছে।

বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন এবং সাউদিয়া ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ হজযাত্রী পরিবহন করবে। আগামী ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজ কার্যক্রম উদ্বোধন করেন। ১৪ জুলাই শুরু হয়ে ১৫ অগাস্ট পর্যন্ত চলবে হজ ফ্লাইট।

২৭ অগাস্ট হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর তা শেষ হবে।

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এ জাতীয় আরও খবর

মৃত ব্যক্তির পক্ষ থেকে কি হজ-ওমরা করা যাবে?

প্রেসিডেন্ট হওয়ার আগে কোলিন্দা ছিলেন ফুটবলার

সিনেমার কাহিনীকে হার মানায় যে মৃত্যু

আফগানিস্তানে বেসামরিক লোকের মৃতের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে : জাতিসংঘ

মিয়ানমার সংলাপে থাকলেও, কাজ করছে না : প্রধানমন্ত্রী

গোল্ডেন গ্লাভস বেলজিয়াম গোলকিপার কুর্তোয়ার