মেলায় নজর কেড়েছে নোকিয়ার এই বাঁকানো ফোরজি ফোনটি
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয় দিনের মতো চলছে স্মার্টফোন ও ট্যাব মেলা। মেলায় ক্রেতাদের নজর কেড়েছে নোকিয়ার বাঁকানো একটি ফোন। ফোনটির মডেল ৮১১০ ফোরজি।
কিছুটা চ্যাপ্টা এই ফোনটি অন্যান্য ফোনের মতো নয়। এর বাঁকানো চেহারা ফোনটিকে দিয়েছে নতুন বৈচিত্র্য। ফোনটির কি প্যাড ঢাকা একটি ফোল্ডিং কাভার দিয়ে।
ফোনটিতে রয়েছে ২ দশমিক ৪৫ ইঞ্চি ডিসপ্লে, ফোরজি সংযোগ, ১ দশমিক ১ গিগাহার্টজ ডুয়াল কোর সিপিইউ।
ফোনটিতে রয়েছে ৫১২ মেগাবাইটের র্যাম এবং এর স্টোরেজ ৪ গিগাবাইট। ১৫০০ মিলি অ্যাম্পিয়ারের এই মোবাইলটির দাম সাত হাজার ২০০ টাকা। তবে মেলায় এই ফোনটি পাওয়া যাচ্ছে ছয় হাজার ৮৫০ টাকায়।
এদিকে নোকিয়ার অন্যান্য ফোনও পাওয়া যাচ্ছে নোকিয়ার এই স্টলে। নোকিয়ার নতুন আসা ফোন নোকিয়া ৬.১ মডেলের ফোনটি পাওয়া যাচ্ছে ২৯ হাজার ১০০ টাকায়, নোকিয়া ৫ পাওয়া যাচ্ছে ১৬ হাজার ৩৫০ টাকায়, নোকিয়া ৬ পাওয়া যাচ্ছে ২০ হাজার ৪৫০ টাকায়, নোকিয়া ৩ পাওয়া যাচ্ছে ১২ হাজার ৪৫০ টাকায়, নোকিয়া ২ পাওয়া যাচ্ছে আট হাজার ৯৫০ টাকায় এবং নোকিয়া ১ পাওয়া যাচ্ছে সাত হাজার ৪৫০ টাকায়।