রবিবার, ১৭ই জুন, ২০১৮ ইং ৩রা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী কল্যাণ সংসদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সাইফুর রহমান বিজয়: ‘সেবাই আদর্শ ‘ এই স্লোগান কে সামনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের “সেন্দ ছাত্র যুব প্রবাসী কল্যাণ সংসদ”এর উদ্যোগে ১০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র সংগঠনের সভাপতি শেখ পলাশ আহম্মদ। তিনি সংগঠনের লক্ষ ও উদ্দেশ্যসহ বিভিন্ন দিক তুলে ধরেন।এছাড়া অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্হিত ছিলেন, বাবলু চৌধুরী, মাহফুজ আহম্মদ ও নাজির আহম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সেন্দ ছাত্র যুব প্রবাসী কল্যাণ সংসদের সাথে একাত্মতা প্রকাশ করার মধ্য দিয়ে সবসময় সংগঠনটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সংগঠনটি প্রতিষ্ঠার প্রথম বর্ষে, গ্রামের ১০০ দরিদ্র পরিবারের মাঝে শাড়ি,লুঙ্গি,সেমাই, চিনিসহ বিভিন্ন প্রকারের ঈদ সামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য গত ১০ বছর ধরে গৃহবন্দি হওয়া হারাধন নামে এক হিন্দু ব্যক্তিকে একটি হুইল চেয়ার প্রদান করেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

আশুগঞ্জের দক্ষিণ তারুয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল

নাসিরনগরে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আ.লীগে মনোনয়ন প্রত্যাশি এ্যাড. কামরুজ্জামান আনসারি ঈদ শুভেচ্ছা