নৈশ্য প্রহোরি রাসেলের উপর নির্যাতনের কারণে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নৈশ্য প্রহোরী রাসেলের উপর পুলিশের অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে রাসেলের উপর পুলিশের অমানবিক নির্যাতনের জন্য রাসেলের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে রাসেলের পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর লোকজন অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে রাসেলের উপর পুলিশের অমানবিক নির্যাতনের বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও পোস্টার বহন করেন।
আহতের বলেন, আমার ছেলে নৈশ্য প্রহোরি। গতকাল সোমবার রাত্রে আমার ছেলে ডিউটি চলাকালীর সময়ে এক চুরির ঘটনায় আমার ছেলে রাসেলকে পুলিশ থানায় নিয়ে গিয়ে আটক করে। রাসেলের উপর হওয়া এই অমানবিক এই নির্যাতনের কারণে রাসেলের পরিবার এবং সকল আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর লোকজন পুলিশের শাস্তির বিচার দাবী করেন।
উল্লেখ্য, চুরির ঘটনায় পুলিশি নির্যাতন সহ্য করতে না পারে নৈশ্য প্রহোরি রাসেল (১৯) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিক সময় আশঙ্কা জনক অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়।