নবীনগরে পুকুরে পানিতে ডুবে ছাএের মৃত্যু
                ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমরান হোসেন (১৫) নামে এক ছাএের মৃত্যু হয়েছে। শুক্রবার  উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।সে ওই গ্রামের জজ মিয়ার ছেলে।
              
              
              
                    খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় একটি মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
                  
                  
                    সকালে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যায় ইমরান। এসময় সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
                  
                  
                  
                    নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার পুকুরে ডুবে ছাএ মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।
                  
                
        







