র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যদের মহাসড়কে মহড়া
নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী জঙ্গি, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা ইতোমধ্যেই দেশের সর্বস্তরের জনসাধারণের প্রশংসা কুঁড়িয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার (র্যাব-১৪) ভৈরব ক্যাম্পের শতাধিক সদস্য “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগানে ঢাকা-সিলেট মহাসড়কে জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে বিশেষ মহড়া দেন। সকাল সাড়ে নয়টায় ভৈরব র্যাব ক্যাম্প থেকে একটি বিশাল গাড়ী বহর নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চালিক সড়ক ও সরাইল বিশ্বরোড- বি,বাড়িয়া সড়কে দুপুর পর্যন্ত র্যাব বিশেষ মহড়া প্রদর্শন করেন।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারি পরিচালক চন্দন কুমার দেবনাথ জানায়, র্যাব ভৈরব ক্যাম্প জঙ্গি, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের ধারাবাহিকভাবে কাজ করছেন। আগামী দিন গুলোতে জঙ্গি, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সদা প্রস্তুত রয়েছেন র্যাব।