g ভারতের পশ্চিমবঙ্গ তামাক সেবনের শীর্ষে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৭ই অক্টোবর, ২০১৭ ইং ২২শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতের পশ্চিমবঙ্গ তামাক সেবনের শীর্ষে

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৪, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউট্রিশনের এক সমীক্ষা অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ তামাক সেবনের শীর্ষে অবস্থান করছে। এই অঞ্চলের ৪০.৬ শতাংশ মানুষ সেবন করেন তামাকজাত দ্রব্য।

বুধবার কলকাতার সংবাদপত্রে সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশিত হয়।

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে ১৬ শতাংশ তামাকজাত দ্রব্য সেবন করে। আর মদজাতীয় পানীয়তে আসক্ত ৩০ শতাংশ মানুষ। মদ্যপানের দিক দিয়ে দেশের শীর্ষে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই অঞ্চলের ৫১ শতাংশ ৩ শতাংশ পুরুষ মদজাতীয় পানীয় পান করেন। এই তালিকায় দ্বিতীয় অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য।

ওই দুই রাজ্যের ৩৭ দশমিক ৪ শতাংশ পুরুষ মদ্যপানে আসক্ত। আর তামাকজাতীয় দ্রব্য সেবনে এই দুই রাজ্যের স্থান ৫ নম্বরে। এই দুই রাজ্যের ১৯ দশমিক ৮ শতাংশ মানুষ তামাকজাত দ্রব্য সেবন করে।

এ জাতীয় আরও খবর