বাঞ্ছারামপুরে সিএনজি চালককে মারধোরের অভিযোগ,দিনভর যানজটে ভোগান্তি
---
সালমাআহমেদ ,বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার দূর্গারামপুরে এক সিএনজি চালককে ছাত্রলীগ নেতার মারধোরের অভিযোগ পাওয়া গেছে।এতে চালক আহত হয়ে বর্তমানে বাঞ্ছারামপুর সদর সরকারি হাপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।
খোজ নিয়ে জানা গেছে,বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ নেতা উজ্জল মিয়ার একটি পিকআপ ঢাকা-বাঞ্ছারামপুর-নবীনগর রোডে জ্যাম সৃষ্টি করে।এতে প্রতিবাদ করে সাধারন গাড়ীর চালকরা।প্রতিবিাদ করার কারনে গাড়ির মালিক উজ্জল এসে আজ দুপুরে সিএনজি চালক কালন মিয়াকে প্রকাশ্যে দম্ভ দেখিয়ে খোলা রাস্তায় বেধড়ক পিটুনি দেয়।এতে কালন মিয়া গুরুতর আহত হলে বাঞ্ছারামপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ নেতার পিকআপ ভ্যান নির্বিঘেœ নিয়ে যাওয়ার সময় একটি সিএনজির চাবি নিয়ে যায়।পরবর্তীতে উপজেলা শ্রমীক লীগ নেতা-কর্মীরা একত্রিত হয়ে মূল সড়কে বিচারের দাবীতে অবরোধ সৃষ্টি করলে লম্বা যানজটের সৃষ্টি হয়।
দূভোর্গ পোহায় যাত্রীরা।বিকেলে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সাব্বির রহমান (তদন্ত)বিচারের আশ^াস দিলে শ্রমীক লীগ নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।
ছাত্রলীগ নেতা উজ্জলের মোবাইল বন্ধ থাকায় তার সাথে কথা বলা যায়নি।