g সুদের হার সিঙ্গেল ডিজিটে নামা ব্যাংকের সংখ্যা বাড়ছে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৮ই জুলাই, ২০১৭ ইং ৩রা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

সুদের হার সিঙ্গেল ডিজিটে নামা ব্যাংকের সংখ্যা বাড়ছে

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৭, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক ঋণে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামা ব্যাংকের সংখ্যা ক্রমেই বাড়ছে। বর্তমানে দেশের ৫৭টি তফসিলি ব্যাংকের মধ্যে ৩৭টি ব্যাংকের ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে অর্থাৎ ১০ শতাংশের নিচে রয়েছে। যার মধ্যে ১০ ব্যাংকের ঋণের সুদহার ৮ শতাংশের নিচে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরের মে শেষে ঋণের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর গড় সুদহার ৮ দশমিক ৭১ শতাংশ। ঋণের ক্ষেত্রে সবচেয়ে কম সুদ নিচ্ছে বিদেশি ব্যাংক। ঋণের ক্ষেত্রে বিদেশি ব্যাংকগুলোর গড় সুদহার ৭ দশমিক ৮৫ শতাংশ। বিশেষায়িত ব্যাংকের সুদহার ৯ দশমিক ৭ শতাংশ। তবে বেসরকারি অনেক ব্যাংকে এখন ঋণের সুদহার ১০ শতাংশের উপরে রয়েছে।

ঋণের ক্ষেত্রে ৮ শতাংশের নিচে সুদ নেয়া ব্যাংকগুলো হলো রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবিব ব্যাংক, সিটি ব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ওয়ারি ব্যাংক, এইসএসবিসি এবং ব্যাংক আলফালাহ লিমিটেড অন্যতম। এছাড়া বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডও এই কাতারে রয়েছে।

প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত এবং বিদেশি ব্যাংকগুলো সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দিচ্ছে। এছাড়া ১০ শতাংশের নিচে ঋণ দিচ্ছে ইসলামী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পূবালী ব্যাংক, সীমান্ত ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক, বিসিবিএল, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড।

ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। তবে বেশ কয়েক মাস যাবৎ ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসলেও আশানুরূপ বিনিয়োগ বাড়ছে না বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

এদিকে, ব্যাংক ঋণের সুদের হার কমার পাশাপাশি কমেছে আমানতের সুদের হারও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত মে মাস শেষে ৫৭টি তফসিলি ব্যাংকের মধ্যে ২৫টি ব্যাংকের আমানতের সুদহার ৫ শতাংশের নিচে রয়েছে। যার মধ্যে ১৩টি বেসরকারি ব্যাংক, ৮টি বিদেশি ব্যাংক এবং ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে। এছাড়া বাকি ব্যাংকগুলোর অধিকাংশেরই আমানতের সুদহার ৫ শতাংশের কাছাকাছি রয়েছে।