সিলেটে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত
---
সিলেট প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম খালেদ আহমেদ লিটু (২৩)। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী। তিনি জানান, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রেণিকক্ষে ঢুকে লিটুকে গুলি করে হত্যা করা হয়। সংঘর্ষে আরো ছয়-সাতজন আহত হন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, মাথায় গুলি লাগার কারণেই খালেদ আহমদ লিটুর মৃত্যু হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।