g দুর্নীতির অভিযোগে ইরানে প্রেসিডেন্টের ভাই গ্রেফতার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৯শে জুলাই, ২০১৭ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে ইরানে প্রেসিডেন্টের ভাই গ্রেফতার

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৭, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক :দুর্নীতির অভিযোগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসাইন ফেরেদুনকে গ্রেফতার করেছে দেশটির বিচার বিভাগ। খবর বিবিসি।

বিবিসি জানিয়েছে, স্বজনদের দুর্নীতির তদন্ত আটকে দেয়ার অভিযোগ রয়েছে প্রেসিডেন্ট রুহানির বিরুদ্ধে।

ইরানের গোলাম হোসেন মহসেনিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের মামলায় শনিবার ফেরেদুনকে তলব করা হয়েছিল। পরে তাকে বন্দি করা হয়।

জানা গেছে, প্রেসিডেন্ট রুহানির পরামর্শক হিসেবে পরিচিত ফেরেদুন একজন কূটনীতিক। পরমাণু কর্মসূচি সঙ্কট অবসানে ২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধি দলে ছিলেন তিনি।

ফেরেদুনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপকদের বেতন বাড়ানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগও রয়েছে। তবে তিনি বরাবরই সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন।

এ জাতীয় আরও খবর