জামিন পেলেন আরাফাত সানি
AmaderBrahmanbaria.COM
জুলাই ১৭, ২০১৭
---
নিজস্ব প্রতিবেতক : যৌতুক মামলায় জামিন পেলেন ক্রিকেটার আরাফাত সানি। সোমবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসন টিপু এ আদেশ দেন। এর আগে সকালে আইনজীবী জুয়েল আহম্মেদ ও মুরাদুজ্জামান মুরাদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সানি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। মামলার এজহারে বলা হয়, ২০১৪ সালের ৪ঠা ডিসেম্বর নাসরিন আক্তারের সঙ্গে সানির পাঁচ লাখ এক টাকার দেন মোহরানায় বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন সানি। টাকা দিতে না পরায় নাসরিনকে শারীরিকভাবে নির্যাতন করেন তিনি। এরপর থেকে কিছুদিন পরপরই টাকা চেয়ে না পেলে নাসরিনকে ভয়ভীতি দেখাতেন। একপর্যায় নিরুপায় হয়ে সানির বিরুদ্ধে এ বছরের ২৩শে জানুয়ারি মামলা করেন নাসরিন।