কসবায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে মাদরাসা অগ্নিকান্ডের সৃষ্টি
---
আনোয়ার হোসেন উজ্জল, কসবা : কসবার অদুরে কায়েমপুর বিলঘর গ্রামের জোবেদা খাতুন আহেদিয়া ছাবুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় গতকাল শনিবার বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুন লেগে সম্পুর্ণ পড়ে যায়। স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে দমকল বহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন ততক্ষণে সবকিছু পুড়ে গেছে।
জানা যায়, চলীত বছর ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাটি চালু করেন মাজেদুল ইসলাম মাজেদ নামে এক ব্যক্তি। বিলঘর ঈদগাহ মাঠের পাশে মনোরম পরিবেশে অবস্থিত মাদ্রাসাটিতে ২৫ জন ছাত্র ভর্তি হয়। গতকাল দুপুরে খাবার খেতে গেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে লেগে মাদরাসা সম্পূর্ণ পুড়ে যায়। ছাত্রদের কাপড়-চোপড় মাদরাসায় মালামালসহ প্রায় ১৫ লাখ টাকায় ক্ষতি হয়েছে বলে গ্রামবাসী জানায়। এঘটনায় মাদরাসায় ছাত্রদের মধ্যে হতাশা নেমে এসেছে।