g মেধাবীরা না এলে রাজনীতির মঞ্চ মেধাশূন্য হবে : সেতুমন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৯শে জুলাই, ২০১৭ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

মেধাবীরা না এলে রাজনীতির মঞ্চ মেধাশূন্য হবে : সেতুমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৫, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে মেধাবীদের আসতে হবে। মেধাবীরা রাজনীতি না করলে, রাজনীতির মঞ্চ মেধাশূন্য হয়ে পড়বে। রাজনীতির মঞ্চ মেধাশূন্য হলে দেশ অযোগ্য লোকেদের হাতে চলে যাবে।

শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, শিক্ষা জীবিকার জন্য নয়, জীবনের জন্য। শিক্ষিত, যোগ্য ও মেধাবী লোকদের রাজনীতিতে আসার আহবান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সাইলেন্ট সুনামির মতো সারা দেশে মাদক ইয়াবা ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে তরুণ সমাজসহ সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার মান উন্নয়ন করতে হলে কোয়ালিটি শিক্ষা প্রদান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য একরামুল করিম চৌধুরী এমপি, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. আবুল হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইউসুফ মিয়া বক্তব্য দেন।

এর আগে তিনি জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর