শনিবার, ৮ই জুলাই, ২০১৭ ইং ২৪শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

নাসিরনগরে হয় মাদক থাকবে না হয় আমি থাকব-পুলিশ সুপার

AmaderBrahmanbaria.COM
জুলাই ৫, ২০১৭

---

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আজ বুধবার থানা প্রাঙ্গণে কমিউনিটিং পুলিশিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু জাফরের সভাপতিত্বে ওসি(তদন্ত) শওকত হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন  সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকির,সহকারী কমিশনার(ভুমি) উম্মে সালমা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,জেলা পরিষদ সদস্য হাজ্বী ফারুকুজ্জামান,মহিলা সদস্য শাহিনা খানম,উপজেলা নিবার্চন কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ।সভায় বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,চাপরতলা  ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া,কুন্ডা ইউপি চেয়ারম্যান ওয়াচছ আলী, গোর্কণ ইউপি চেয়ারম্যান  মোঃ হাছান খান,গোয়াল নগর ইউপি চেয়ারম্যান মোঃ আজাহারুল হক,সদর ইউপি আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল গাফ্ফার,প্রধান শিক্ষক শাহ আলম,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক নির্মল চৌধুরী,ইউপি সদস্য পুতুল রানী দাস,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত,ছাত্রলীগ যুগ্ম আহবায়ক অমর চন্দ্র ভট্রাচার্য ও ফজলু মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,আমাদের  সবচাইতে বড় সমস্যা হচ্ছে মাদক। আমি এখানে যোগদানের পর থেকেই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। হয় মাদক থাকবে না হয় আমি থাকব। পুলিশের কাজ হচ্ছে নাগরিক জীবনের দৈনন্দিন কর্মকান্ড নিশ্চিত করা। যাতে করে সমাজের সাধারণ মানুষ তাদের কাজগুলো নির্বিঘ্নে করতে পারে ও শান্তিতে বসবাস করতে পারে। তাই সমাজের সর্বস্তরে শান্তি বজায় রাখতে ও সামাজিক পরিবেশকে সুন্দর করতে সকলের আন্তরিকতা প্রয়োজন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি,দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক,বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর