শুক্রবার, ১৪ই জুলাই, ২০১৭ ইং ৩০শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

সাহিত্য একাডেমি আয়োজিত “ কথা সাহিত্যেও গতি প্রকৃতি ” শীর্ষক সাহিত্য আড্ডা

AmaderBrahmanbaria.COM
জুলাই ১, ২০১৭
news-image

---

ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার সাহিত্য একাডেমির পাঠাগারে আয়োজিত আড্ডায় যুগ্ম সচিব ও বিশিষ্ট কথা সাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীর বলেছেন, কথা সাহিত্য সমাজের দর্পণ। কথা সাহিত্যে সমাজের ক্রুিট বিচ্যুতি ফুটে উঠে যাতে সমাজ উপকৃত হয়। তিনি কথা সাহিত্যে অণুপ্রেরণা পাশাপাশি কথা সাহিত্যিকদের শিল্পিত আঙ্গিক তুলে ধরার আহবান জানান।  সাহিত্য একাডেমির পাঠাগারে সাহিত্য একাডেমি আয়োজিত “ কথা সাহিত্যেও গতি প্রকৃতি ” শীর্ষক সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সম্পাদক এক এম শিবলী, প্রাবন্ধিক মানবর্দ্ধন পাল, অর্ধেন্দু শর্মা, আল আমীন শাহীন, সামসুদ্দিন আহমেদ, তোফাজ্জ্বল হোসেন জীবন, আমির হোসেন, আবুল খায়ের, রোকেয়া রহমান, প্রশান্ত,  জেসমিন আক্তার, আকিল মাহমুদ টিপু প্রমুখ।

এ জাতীয় আরও খবর