g ফরাসি ফার্স্ট লেডির ফিগারের প্রশংসা করলেন ট্রাম্প | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ফরাসি ফার্স্ট লেডির ফিগারের প্রশংসা করলেন ট্রাম্প

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৪, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : নারীদের সঙ্গে সখ্যতা ও বৈরিতার কারণেই বেশি খবরের শিরোনাম হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজবধূ প্রিন্সেস ডায়ানাকেও নাকি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। শুধু স্ত্রী মেলানিয়ার সঙ্গে অম্লমধুর সম্পর্কের কারণেই নয়, এখনো অন্য নারীর সঙ্গেও খবরের শিরোনাম হন ট্রাম্প। এবার খবরের শিরোনাম হলেন ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিতের জন্য।

গত বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিতের সঙ্গে দেখা করেন ট্রাম্প। এসময় তার সঙ্গে মেলানিয়াও ছিলেন। ব্রিজিতকে দেখার পরই তাকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনার ফিগারতো খুব সুন্দর। ‘ এরপর সেখানে থাকা ম্যাক্রোকেও বলেন, ‘আপনার স্ত্রীর শারিরীক গড়ন খুব সুন্দর। ‘ ফের ব্রিজিতকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনি খুব সুন্দর’। ট্রাম্পের এমন ‘প্রশংসায়’ ফরাসি ফাস্ট লেডি বা ফরাসি প্রেসিডেন্ট কী বলেছেন তা জানা যায়নি। সূত্র : এনবিসি

এ জাতীয় আরও খবর