g তীব্র স্রোতে শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত, বাড়ছে গাড়ির চাপ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

তীব্র স্রোতে শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত, বাড়ছে গাড়ির চাপ

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৪, ২০১৭

---

নিউজ ডেস্ক : তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শিমুলিয়া-কাঠালবাড়ি ফেরিঘাটে গাড়ির চাপ বাড়ছে। পারাপারের অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক যানবাহন।

আজ শুক্রবার সকাল থেকে তীব্র স্রোত ও ডুবোচর ফেরি চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে আগের চাইতে সময়ও বেশি লাগছে। এ ব্যাপারে মাওয়া বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, তীব্র স্রোতের কারণে ফেরিগুলোর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শিমুলিয়া ঘাট থেকে কাঠালবাড়ি যেতে পালের চর ঘুরে যেতে হয় তাই সময় লাগছে চার ঘণ্টা। যেখানে আগে সময় লাগতো দুই ঘণ্টা। বর্তমানে শিমুলিয়া প্রান্তে ট্রাক-যাত্রীবাহী গাড়িসহ সাত শতাধিক যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায়।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবারও শিমুলিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় ট্রাক ও যাত্রীবাহী গাড়িসহ আটকা ছিল চার শতাধিক যানবাহন।

এ জাতীয় আরও খবর