g নাসিরনগর মেদীর হাওরে মাছের পোনা অবমুক্ত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৪ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

নাসিরনগর মেদীর হাওরে মাছের পোনা অবমুক্ত

AmaderBrahmanbaria.COM
জুন ১৩, ২০১৭
news-image

---

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলার বিভিন্ন হাওরে বিল নার্সারী প্রকল্পের আওতায় এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৫৭৮ কেজি বিভিন্ন রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন রুই জাতীয় মাছের ৪৫১ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। অবমুক্ত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ডঃ রেজওয়ানুর রহমান। এসময় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন পোনা মাছ ধরবেন না,মা মাছ ধরবেন না এবং অন্যকে তা ধরতে দেবেন না। কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করবেন না।মাছ আমাদের খাদ্যের যোগান দেয়,দেহের পুষ্টি যোগায়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমদ,সহকারী মৎস্য কর্মকর্তা ছায়েদুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তাজিরুল ইসলাম,সরাইল উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,ইউপি সদস্য নগেন্দ্র দাস ও মৎস্যজীবিসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমদ জানান, বিল নার্সারী প্রকল্পের আওতায় উপজেলার গোর্কণ ও হরিপুর ইউনিয়নের আকাশী হাওর ও নাসিরনগ সদরের মেদীর হাওরে এ পর্যন্ত ১০ লাখ টাকার প্রায় ৩ হাজার ৫৭৮ কেজি বিভিন্ন রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর