মার্কিন যুক্তরাষ্ট্রে হেনস্থার শিকার মুসলিম কিশোরী
---
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ফের হেনস্থার শিকার মুসলিম কিশোরী। হিজাব পরে স্কুলে ঢোকায় সন্ত্রাসবাদী তকমা দিয়ে তাকে গ্রেফতার করল স্কুলের নিরাপত্তাকর্মীরা। যুক্তরাষ্ট্রের মিনেসোটার অ্যাপল ভ্যালি স্কুলের ঘটনা।
মাথায় হিজাব পড়ে বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল ১৫ বছররের ওই কিশোরী। মাথায় হিজাব দেখে সহপাঠীরা তাকে ‘জঙ্গি’ বলে হেনস্থা করতে শুরু করে। তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে স্কুলে মোতায়েন নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে। কিন্তু উত্যক্তকারীদের কিছু না বলে মেয়েটির ওপরই চড়াও হয় তারা। মাথার হিজাব খুলে দিয়ে পিছমোড়া করে হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়।
সেই সময় ঘটনাস্থলে হাজির ছিলেন স্কুলের এক কর্মকর্তাও। প্রতিবাদ করা তো দূর, অ্যাপল ভ্যালির ৩ পুলিশকর্মীকে ডেকে পাঠান তিনি। অ্যাপলভ্যালি পুলিস দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পরই মেয়েটিকে ছাড়া হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কানে গেলে হেনস্থার শিকার ওই পড়ুয়াকেই সাসপেন্ড করা হয়। পরে অবশ্য তা তুলে নেওয়া হয়।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে মার্কিন–ইসলামি কাউন্সিল ‘কেয়ার। ’ ওই স্কুলের বেশ কিছু মুসলিম পড়ুয়া আগেও এই ধরনের অভিযোগ করেছিল বলে জানিয়েছে তারা। ধস্তাধস্তির বিষয়টি মেনে নিলেও, মেয়েটির উদ্দেশে কোনও বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছিল বলে মানতে অস্বীকার করেছে অ্যাপল ভ্যালি স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই নিরাপত্তা কর্মীরও হদিশ মেলেনি। সে কয়েকদিনের ছুটি নিয়ে বাইরে গিয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।