g হামলার সময় সেলফি তুলতে ব্যস্ত ছিলেন ইরানি সাংসদরা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৮ই জুলাই, ২০১৭ ইং ৩রা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

হামলার সময় সেলফি তুলতে ব্যস্ত ছিলেন ইরানি সাংসদরা

AmaderBrahmanbaria.COM
জুন ৭, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্ট ভবন ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে আজ ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন আইএস। তবে সশস্ত্র জঙ্গিরা যখন ইরানের পার্লামেন্টে তাণ্ডব চালাচ্ছে, ঠিক তখনই আটকে পড়া ইরানি সাংসদরা হাসিমুখে সেলফি তুলতে ব্যস্ত হয়ে ওঠেন। আর এই ছবিই ভাইরাল নেটদুনিয়ায়। শুধু সেলফি তোলাই নয়, পাশাপাশি হাসিমুখে তারা জানান- সংসদের কাজ বন্ধ হয়ে যায়নি।

ইরানের এই সিরিজ হামলায় এক নিরাপত্তাকর্মীসহ ১২ জন নিহত হন। এছাড়া এই সন্ত্রাসী হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা। এ ব্যাপারে ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, পার্লামেন্ট ভবনে ৩ বন্দুকধারী প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। এসময় এক নিরাপত্তারক্ষীসহ ৬ সংসদ সদস্য গুলিবিদ্ধ হন। তারা ডেপুটির সঙ্গে দেখা করতে পার্লামেন্ট ভবনে এসেছিলেন।

উল্লেখ্য, ইরানের পার্লামেন্ট এবং ইমাম খোমেনীর মাজারে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস। সংগঠনটি তাদের সংবাদমাধ্যম আমাক’এ ইরানের হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর