g ‘সালমানের বাংলাদেশে প্রবেশের বিষয়ে কোনো তথ্য নেই’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৯শে জুলাই, ২০১৭ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

‘সালমানের বাংলাদেশে প্রবেশের বিষয়ে কোনো তথ্য নেই’

AmaderBrahmanbaria.COM
জুন ৭, ২০১৭
news-image

---

নিউজ ডেস্ক : কানাডার শীর্ষ সন্ত্রাসী সালমানের বাংলাদেশে প্রবেশের বিষয়ে প্রশাসনের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সন্ধ্যায় বাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইফতার ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শীর্ষ সন্ত্রাসী সলমানের বৈধভাবে বাংলাদেশে প্রবেশের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে গোয়েন্দারা তৎপর রয়েছেন। কানাডার সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

এর আগে গত সোমবার কানাডার ন্যাশনাল পোস্ট তাদের প্রকাশিত এক খবরে জানায়, ‘গণহত্যার উসকানিদাতা’ এক উগ্রপন্থী তরুণ কানাডীয় পুলিশের পরোয়ানা আর ইন্টারপোলের রেড নোটিশ মাথায় নিয়ে বাংলাদেশে পালিয়ে রয়েছে।

পত্রিকাটি লিখেছে, এক সময় টরোন্টোতে বসবাস করা ৩২ বছর বয়সী সালমান হোসাইনকে গত রোববার ঢাকার গুলশানের একটি কফি শপের সামনে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর