কার্ডিফে শিশুদের সঙ্গে টাইগারদের ক্রিকেট উৎসব
---
স্পোর্টস ডেস্ক : এখন সেই কার্ডিফে অবস্থান করছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়াকে হারানোর সুখস্মৃতি বিজরিত সেই কার্ডিফ।
একমাত্র মাশরাফি বিন মুর্তজা আছেন সেই দলের একজন হয়ে। তার স্মৃতিও খুব বেশি নেই। কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ অনুশীলন করেছে বাংলাদেশ। এই মাঠেই আগামী ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যাশ বাহিনী। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে টাইগারদের। অনুশীলনে মুশফিক-সাব্বিরদের দারুণ কিছু সময় কেটেছে শিশুদের সঙ্গে। তার কিছু টুকরো ছবি দেওয়া হলো পাঠকদের জন্য।
অনুশীলনের ফাঁকে একটু অবসর
আউট! শিশুদের সঙ্গে মুশফিকের উল্লাস।
এ কী করলেন সৌম্য! বেচারার স্টাম্পই উল্টে দিলেন!
ব্যাটিংয়ে এত ভয়ঙ্কর; অথচ ক্যামেরা দেখলেই লাজুক তামিম?
তীব্র রোদে চলছে কঠোর অনুশীলন। নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে না?
‘মিরাজ ভাইয়ের’ অটোগ্রাফ নেওয়ার কাগজ নেই। আপাতত জার্সিই ভরসা!
সাব্বিরের সঙ্গে ক্ষুদে ক্রিকেটারের আনন্দ।
সৌম্য আর সাব্বির যখন বোলিং কোচ!
সাবাশ! দারুণ করেছ বৎস!
অনুশীলন তো অনেক হলো; এবার একটা সেলফি হয়ে যাক…
একটা গ্রুপ ছবিই বা বাদ থাকে কেন?
‘বস’ মাশরাফি ভাইকে পাওয়া গেছে, একটা ম্যাজিক না দেখলে হয়?