আইএসের হাত থেকে দুটি গ্রাম ছিনিয়ে নিল সেনাবাহিনী
---
আন্তর্জাতিক ডেস্ক : আইএস নির্মূলে আরও জোরদার করছে সেনাবাহিনী। সিরিয়ার সেনাবাহিনী দেশে তৎপর আইএসআই কিংবা দায়েশ নিয়ন্ত্রিত রাকা প্রদেশে প্রবেশ করেছে।
তারা প্রদেশে দু’টি গ্রাম জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে জানা গিয়েছে। এই খবর জানিয়েছে সিরিয়ার সরকার বিরোধী কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
তারা বলেছে, আইএসের কথিত রাজধানী রাকা শহরে যাওয়ার পথে ‘খারবাহ মোহসেন’ ও ‘বেইর আস-সাবা’ নামক গ্রাম দু’টি পুনরুদ্ধার করেছে সেনাবাহিনী। গ্রাম দু’টি রাকা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং রাকা-আলেপ্পো মহাসড়ক থেকে সাত কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আরেক খবরে জানা গেছে, সিরিয়ার সেনাবাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোর দক্ষিণে কয়েকটি গ্রাম সন্ত্রাসীদের হাত থেকে পুনরুদ্ধার করেছে।
সাম্প্রতিক সময়ে জঙ্গিদের হাত থেকে সিরিয়ার একের পর এক শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছে দেশেরসেনাবাহিনী। এ কাজে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহসহ আরো কিছু স্বেচ্ছাসেবী বাহিনী। সেইসঙ্গে তাদেরকে আকাশ থেকে বিমান সহায়তা দিচ্ছে রাশিয়ার বিমান বাহিনী।