মঙ্গলবার, ১৩ই জুন, ২০১৭ ইং ৩০শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

AmaderBrahmanbaria.COM
মে ৩১, ২০১৭
news-image

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : “তামাক উন্নয়নরে অন্তরায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকরে সম্মেলণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তর নিশিত নন্দী মজুমদার, স্বাস্থ্য কর্মকর্তা মেজবাহউদ্দিন বকুল, ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক আব্দুল মালেক, চেম্বার অব কমার্স এর সহ সভাপতি মোঃ শাহআলম, কমরেড নজরুল ইসলাম প্রমূখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকাসক্তির প্রথম ধাপ হচ্ছে তামাক। তামাকের আগ্রাসনের কারণেই তরুণরা একসময় মাদকাসক্ত হয়ে পড়ে। তাই তামাকের আগ্রাসন ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধভাকে এগিয়ে আসতে হবে। তিনি উন্নত বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে তামাক ও মাদকের হাত থেকে রক্ষা করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর