কাবুলে হামলায় তালেবানের নিন্দা
---
আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছে তালেবান। ওই হামলার পেছনে তাদের হাত নেই জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে এভাবে বেসামরিক নাগরিকদের হত্যার নিন্দা জানানো হয়েছে।
বুধবার সকালে কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের কাছে বিদেশি দূতাবাস এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়, আহত হয় প্রায় সাড়ে তিনশ মানুষ।
এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ইসলামিক আমিরাত (তালেবানরা নিজেদের এই নামে পরিচয় দেয়) বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এ হামলার নিন্দা জানায়। কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া এ ধরণের হামলায় বেসামরিক নাগরিকদের ভুগতে হয়। স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই তে ওই বিবৃতি প্রকাশ করা হয়।
কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ জানিয়েছেন, জার্মান দূতাবাসের প্রবেশে মুখের কাছে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। তবে ওই এলাকায় আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস ও দপ্তরও রয়েছে।