মঙ্গলবার, ১৩ই জুন, ২০১৭ ইং ৩০শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আগুনে পুড়ে ১০ টি দোকন ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

AmaderBrahmanbaria.COM
মে ২৯, ২০১৭
news-image

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া  : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে প্রায় ১০টি দোকান ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সোমবার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারের পাশের একটি বাড়ির মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি বেকারি, দুইটি ফার্ণিচার, একটি মৎস্য খাদ্য, একটি ক্যাবল নেটওয়ার্ক ও বাকিগুলো মুদি মালের দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইনস্পেক্টর এ,এম মফিজুর রহমান জানান, আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত করে অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদারন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ভষ্মীভূত দোকনগুলোর ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা হতে পারে।

এ জাতীয় আরও খবর