‘বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না’
---
নিউজ ডেস্ক : নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ বিষয়ক শুনানিতে আজ সোমবার প্রধান বিচারপতি বলেছেন, ‘নির্বাহী বিভাগকে সুষ্ঠুভাবে কাজ করার জন্য বিচার বিভাগ হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না। ‘ আইন না জেনে মন্ত্রণালয় ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা একথা বলেন।
বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের জন্য আজ রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে দুই সপ্তাহ সময় চান। সময়ের আবেদন মঞ্জুর করেন আদালত। শুনানিতে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘বিচার বিভাগীয় যেসব কর্মকর্তাকে প্রেষণে (ডেপুটেশন) দিয়েছি, তাদের যদি প্রত্যাহার করি, তাহলে কারও কিছু করার থাকবে না। ‘
তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির কাছে কোনো ফাইল পাঠিয়ে যদি বলা হয়, ‘করবেন’, তখন তিনি ‘হ্যাঁ’ বলেন। আর ‘না’ বললে, ‘না’ বলেন। ”
সুরেন্দ্র কুমার সিনহা আরও বলেন, ‘আইন না জেনে মন্ত্রণালয় ব্যবধান সৃষ্টি করছে। তারা যদি মনে করে, আইনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেবে, তাহলে ভুল করবে। এ কারণে বলছি, ভুল ব্যাখ্যা দেওয়া হয়। ভুল বোঝাবুঝি যত কম হয়, ততই ভালো। ‘