জঙ্গিবাদ প্রতিরোধে যুব সমাজকেই দায়িত্ব নিতে হবে : শিল্পমন্ত্রী
---
নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জঙ্গিবাদ প্রতিরোধে যুব সমাজকেই মূল ভূমিকা পালন করতে হবে।
রবিবার ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বর্তমানে দেশে জঙ্গিবাদ একটি সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে। জঙ্গিরা প্রথমে ধর্মের কথা বলে সমাজে অনুপ্রবেশ করে, পরে ধর্মান্ধতার মাধ্যমে জঙ্গিবাদের সৃষ্টি করে। মন্ত্রী যুবসমাজকে উদ্দ্যেশ্য করে বলেন, এলাকায় কোনো সন্দেহভাজন লোক দেখলে আইনশৃংখলা বাহিনীকে খবর দিতে হবে।
জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান।