শুক্রবার, ২রা জুন, ২০১৭ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ষোড়শ সংশোধনী বৈধ : আজমালুল

AmaderBrahmanbaria.COM
মে ৩০, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনীকে বৈধ বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।আজ মঙ্গলবার ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দশম দিনের আপিল শুনানিতে এ মন্তব্য করেন আজমালুল।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চে বক্তব্য উপস্থাপন করেন অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ পাওয়া আজমালুল হোসেন।

আদালতে বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের আজমালুল বলেন, ‘ষোড়শ সংশোধনী বৈধ। এটা সংসদের এখতিয়ারের মধ্যে। সে জন্য এখানে কোনো ভুল-ত্রুটি নেই। আর এটাকে স্ট্রাইক ডাউন (বাতিল) করতে পারবে না।’

‘উনারা (বিচারক) জনগণের হয়ে বিচারকাজ করছেন। জনগণের পক্ষে যখন বিচারকাজ করছেন, উনাদের ওপরও জবাবদিহির প্রয়োজন আছে। ’

আজমালুল বলেন, ‘…সংসদে যাঁরা নির্বাচিত সংসদ সদস্য, জনগণের প্রতিনিধিত্ব করছেন, তাঁদের কাছে জবাবদিহি থাকার প্রয়োজন আছে। এটাই হলো আমার মূল উদ্দেশ্য। এই ষোড়শ সংশোধনী ওই জায়গাতেই নিয়ে যাচ্ছে, যেখানে সংসদের কাছে জবাবদিহি থাকবে।’

বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া স্বাধীন বিচার বিভাগের ওপর আঘাত কি না—এমন প্রশ্নের জবাবে আজমালুল হোসেন কিউসি বলেন, ‘এখানে স্বাধীন বিচার বিভাগের কোনো সমস্যা নেই। আমাদের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা যেটা আছে সেটা লিমিটেড, অ্যাবস্যুলেট না। যদি রাষ্ট্রপতিকে ইম্পিচমেন্ট (অপসারণ) করতে হয়, সেটা কিন্তু সংসদে হবে। সংসদ তো এখানে রাষ্ট্রপতিকে অপসারণ করতে গিয়ে বিচার করল। তেমনিভাবে একজন জজকেও যদি অপসারণ করতে হয়, একই জিনিস করবে। সংসদেরও কিছু কিছু বিচার করার কাজ আছে।’

আপিল শুনানির দশম দিনে অ্যামিকাস কিউরি হিসেবে আরো বক্তব্য দেন ফিদা এম কামাল, এ জে মোহাম্মদ আলী। আপিল বিভাগ তাঁদের বক্তব্য শেষে আপিল ১ জুন পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর