g ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মুস্তাফিজ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১১ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৭শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মুস্তাফিজ

AmaderBrahmanbaria.COM
মে ৩০, ২০১৭

---

 

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার আইসিসির প্রকাশির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন ‘দ্য ফিজ’।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। এক ধাপ এগিয়ে মুস্তাফিজের ঠিক ওপরেই আছেন ‘ম্যাশ’।

সাকিব আল হাসানও এগিয়েছেন এক ধাপ। সাকিবের অবস্থান এখন নয়ে। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।

মূলত আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো পারফম্যান্সের পুরস্কার পেলেন মুস্তাফিজ, মাশরাফি, সাকিব।

র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমকটা দেখিয়েছেন অবশ্য কাগিসো রাবাদা। ইংল্যান্ডের বিপক্ষে সোমবার শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকান এই পেসার।

গত সপ্তাহে ২২ বছরে পা দেওয়া রাবাদা ১৯৯৮ সালে পাকিস্তানের সাকলায়েন মুশতাকের পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা সর্বকনিষ্ঠ বোলার। ১৯৯৮ সালের ১১ জানুয়ারি সাকলায়েন শীর্ষে উঠেছিলেন ২১ বছর ১৩ দিন বয়সে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এখন ওয়ানডের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল, ব্যাটসম্যান, বোলার- তিনটিই দক্ষিণ আফ্রিকার দখলে। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে যেটি প্রোটিয়াদের আত্মবিশ্বাসী করে তুলবে।

এ জাতীয় আরও খবর