নানীর হোটেল জাকারিয়ায় ধর্ষণ : শাহিন রিমান্ডে

---
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে ধর্ষণের ঘটনায় গ্রেফতার মাহমুদুল হাসান শাহিনের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার তাকে ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওই হোটেলে ধর্ষণের ঘটনায় ২২ মে বনানী থানায় মামলা দায়ের করেন ২৯ বছর বয়সী এক নারী। ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ মামলায় মাহমুদুল হাসান শাহিনকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে গত বছরের ১৭ নভেম্বর এই ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।
জেএ/জেডএ/পিআর
দুদকের অভিযানে দুই ঘণ্টায় মামলা ও জরিমানা ৫০টি, ৪০টিই সরকারি
রোহিঙ্গাদের সাহায্যে শনিবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী
বৃষ্টি-বন্যায় বেহাল সড়কের হাল ফেরাতে চাই ‘২০০ কোটি টাকা’
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা


রোহিঙ্গা সংকট নিরসনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত
মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের পাশে থাকবো : প্রধানমন্ত্রী



