g বন্যায় নষ্ট হয়েছে ৬ লাখ হেক্টর জমির ফসল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৯শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৪ঠা আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

বন্যায় নষ্ট হয়েছে ৬ লাখ হেক্টর জমির ফসল

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৯, ২০১৭

---
অতিবৃষ্টি, উজানের পানি ও পাহাড়ি ঢলে সৃষ্ট এবারের বন্যায় দেশের অর্ধেক জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত মোট মানুষের সংখ্যা ৮২ লাখ ১৭ হাজার ৪৩২ জন। আর ক্ষতিগ্রস্ত মোট ফসলি জমির পরিমাণ ছয় লাখ ছয় হাজার ৯৫৫ হেক্টর। এর মধ্যে এক লাখ দুই হাজার ৮০৮ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে এবং পাঁচ লাখ চার হাজার ১৪৭ হেক্টর জমির ফসল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) থেকে পাওয়া সর্বশেষ ৫ সেপ্টেম্বরের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।