g শিমুল হত্যা : মিরুর জামিন হয়নি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০১৭ ইং ২০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

শিমুল হত্যা : মিরুর জামিন হয়নি

AmaderBrahmanbaria.COM
মে ২৪, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি হালিমুল হক মিরুর জামিন হয়নি।

বুধবার সকালে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকি ও বিচার জাফর আহম্মদের সমন্বিত হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত মামলার জামিন আবেদনটি কার্য তালিকা থেকে বাদ দেওয়া হয়।

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় মেয়র মিরুর শটগানের গুলিতে নিহত হন আবদুল হাকিম শিমুল। এ ঘটনায় নুরুন্নাহার বেগম বাদী হয়ে মিরু, তার ভাই মিন্টু, আওয়ামী লীগ নেতা নাছিরসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় প্রায় ২২ জনসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তিন মাস তদন্তের পর ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে মিরু, মিন্টু, নাছিরসহ ১৪ জন কারাগারে, বাকিরা পলাতক।

শাহজাদপুর আমলি আদালতে চার্জশিটটি ২০ দিন আগে জমা হলেও বুধবার পর্যন্ত তা আমলে নেননি বিচারক। চার্জশিট আমলে নেওয়ার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে মিস কেসের মাধ্যমে জামিন প্রাপ্তির আশায় এ মামলার অভিযুক্ত প্রধান আসামি মিরুসহ অনেকেই আইনজীবীদের মাধ্যমে উচ্চ আদালতসহ স্থানীয় জেলা জজ আদালতে দৌড়ঝাঁপ করছেন।

এ জাতীয় আরও খবর