সুপ্রিম কোর্টও কব্জায় নিতে চায় সরকার : প্রধান বিচারপতি
---
নিম্ন আদালতের মত সুপ্রিম কোর্টও কব্জায় নিতে চায় সরকার। সকালে সংবিধানের ষোড়শ সংশোধনী বৈধতা নিয়ে আপিল শুনানির তৃতীয় দিনে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
তিনি বলেন, সুপ্রিম কোর্টকে পঙ্গু করে দেয়া হয়েছে।
এর আগে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগে ১শ’ পৃষ্ঠার লিখিত বক্তব্য জমা দেয় রাষ্ট্রপক্ষ।
সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫মে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্টের একটি বেঞ্চ।
পরে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
চলতি বছর ৮মে আপিলের প্রথম শুনানি হয়।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে সংবিধানের ষোড়শ সংশোধনী আনে জাতীয় সংসদ।