বৃহস্পতিবার, ১১ই মে, ২০১৭ ইং ২৮শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

বাংলাদেশ তিনটি বড় যুদ্ধ চালিয়ে যাচ্ছে : ইনু

AmaderBrahmanbaria.COM
মে ৯, ২০১৭

 

নিজস্ব প্রতিবেদক : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তিনটি বড় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেই যুদ্ধে আমরা জয়ী হবোই।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ে তিন দিনব্যাপী এশিয়া প্যাসিফিক ব্রড কাস্টিং ইউনিয়নের (এবিইউ) তৃতীয় গণমাধ্যম সম্মেলন’ উপলক্ষে এ সংবাদ সম্মেলন আহ্বান করেন তিনি।

ইনু বলেন, বাংলাদেশ তিনটি বড় যুদ্ধের মধ্যে রয়েছে। তা হলো- টেকসই উন্নয়ন অর্জন, জঙ্গিবাদ নির্মূল ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার যুদ্ধ। প্রতিটি যুদ্ধে সরকারের আন্তরিক প্রচেষ্টার পাশাপাশি গণমাধ্যম আমাদের সঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনটি যুদ্ধেই বাংলাদেশ জয়ী হবে।

তিনি বলেন, আগামী ১০ মে থেকে ১২ মে তিন দিনব্যাপী এই সম্মেলন বাংলাদেশের সোনারগাঁও প্যানফ্যাসিক হোটেলে অনুষ্ঠিত হবে। এতে ১৭টি দেশের প্রতিনিধি অংশ নেবে। এবার সম্মেলনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘সবার জন্য তথ্য, জীবন বাঁচাতে গণমাধ্যম’।

সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা কামরুন্নাহারসহ পিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।