বৃহস্পতিবার, ১১ই মে, ২০১৭ ইং ২৮শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

আবারও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধের আহবান প্রধানমন্ত্রীর

AmaderBrahmanbaria.COM
মে ৯, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে যত উৎসবই হোক আমরা সবাই মিলেমিশে তাতে অংশনিয়ে সেটি উৎযাপন করি। কারণ ধর্ম যার যার উৎসব সবার। তবে বর্তমানে প্রধান একটি সমস্যা জঙ্গিবাদ। আমি এর আগেও জাতি, ধর্ম, বর্ণ সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছিলাম। আবারও আমি সবাইকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবন্ধের আহবান জানাচ্ছি।
মঙ্গলবার বিকালে গণভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এই স্বাধীন বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান মর্যাদা থাকবে। কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষই বুকের রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন। তাই এদেশে মাটিও সকলের জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করবে সেটাই আমাদের কাম্য।
শেখ হাসিনা বলেন, আমরা সবাই একসাথে কাধে কাধ মিলিয়ে এ দেশকে গড়ে তুলব এদেশ গড়ে তুলব এবং এদেশকে উন্নত করব। সকল ধর্মের মানুষ যাতে তার মর্যাদা নিয়ে চলতে পারে সেটাই আমরা নিশ্চিত করব।