g ওজন কমিয়ে ভারত ছাড়লেন ইমান | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১১ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৭শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ওজন কমিয়ে ভারত ছাড়লেন ইমান

AmaderBrahmanbaria.COM
মে ৫, ২০১৭

---

রয়টার্স : বিশ্বের সবচেয়ে ওজনদার মানুষ হিসেবে পরিচিত পাওয়া মিসরের ইমান আহমেদ ভারতের হাসপাতাল ছেড়ে গেছেন। ৩০০ কেজিরও বেশি ওজন কমিয়ে আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি গেছেন তিনি।

ইমান ২৫ বছর ধরে হাঁটতে পারেন না। মুম্বাইয়ের সাইফি হাসপাতালে চিকিৎসক মুফাজ্জল লাকদাওয়ালার অধীনে তাঁর বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়। তিনি একটি ব্লগ লিখেছেন, হাঁটার জন্য তাঁর আরো অস্ত্রোপচার প্রয়োজন।

চিকিৎসক বলেন, এখন ইমানের ওজন ২০০ কেজির নিচে। তিনি ইমানের ভালো জীবন ও ওজন কমাতে চেয়েছিলেন, এতে সফল হয়েছেন।

মুফাজ্জল লেখেন, ‘তার হাড়ের গঠন খুব খারাপ। অনেক বছর ব্যবহার না করার ফলে জটিল এ অবস্থা হয়েছে। নিতম্ব ও হাঁটু সোজা করতে তাঁর বেশ কিছু অস্ত্রোপচার করতে হবে।’

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, ইমানের পরিবার তাঁর চিকিৎসা নিয়ে খুশি নয়। হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে তাদের মতপার্থক্য হয়।

এ জাতীয় আরও খবর