g ইলিশ বিক্রেতাদের মাথায় হাত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৯শে জুলাই, ২০১৭ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ইলিশ বিক্রেতাদের মাথায় হাত

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৪, ২০১৭

---

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পহেলা বৈশাখের সঙ্গে ইলিশের কোনো সম্পর্ক নেই। তবুও দিনটিকে ঘিরে আমাদের জাতীয় মাছ ইলিশের চাহিদা বেড়ে যায়। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও। কিন্তু শেষ মুহূর্তে ইলিশের বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। শুক্রবার সকালে রাজধানীর বাজারগুলো ঘুরে এমন চিত্র চোখে পড়ে।

ইলিশের দাম কমায় ক্রেতারা সন্তুষ্ট হলেও বিক্রেতারা অসন্তুষ্ট। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবারই পহেলা বৈশাখকে ঘিরে ইলিশ না খাওয়ার আলোচনা হয়। কিন্ত মানুষের সাড়া থাকে না। কিন্তু এবার বেশ কম দামেই ইলিশ বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের।

এদিকে পহেলা বৈশাখে দেশবাসীর প্রতি ইলিশ মাছ না খাওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার বিকেলে গণভবনে ভারত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের এক পর্যায়ে জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেছিলেন, পহেলা বৈশাখে কেউ ইলিশ খাবেন না, ধরবেন না। এখন মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম। ইলিশের পরিবর্তে সবাইকে খিচুড়ি, সবজি, মরিচ পোড়া, ডিম ও বেগুনভাজি খাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী এবারের পহেলা বৈশাখেও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও ইলিশ থেকে বিরত রয়েছে। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিও তাদের বর্ষবরণ অনুষ্ঠানের খাবারের মেনু থেকে ইলিশ বাদ দিয়েছে।

ইলিশ বিক্রেতারা বলছেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর অনেকেই সাড়া দিয়েছেন। ফলে হঠাৎ ইলিশের বাজারে ক্রেতা কমে গেছে উল্লেখযোগ্য হারে। ফলে চাহিদা কম থাকায় ভলো দাম পাচ্ছেন না বিক্রেতারা।

কথা হয় কাওরান বাজারের সুকুমার মৎস ভাণ্ডারের বিক্রেতা সুজন মিয়ার সাথে। তিনি বলেন, ইলিশের দাম গতকালের (বৃহস্পতিবার) চেয়ে আজ সকাল থেকেই অনেক কম। চাহিদা কম থাকায় কম কম দামে মাছ বিক্রি করতে হচ্ছে। মালিক আজকের জন্য (পহেলা বৈশাখ) মাছ মজুদ করেছে। কিন্তু বাজারের অবস্থা ভালো না।

তিনি জানান, গতকাল যে ইলিশ আমরা বিক্রি করেছি (হাজার থেকে ১২শ টাকা) সেই একই ওজনের ইলিশ এখন বিক্রি হচ্ছে ৭শ থেকে ৮শ টাকায়।

রাজধানীর নিউ মার্কেট মাছ বাজারের বিক্রেতা মারুফ বলেন, ভাই, এবার মাথায় হাত। দাম বেশি পাবো চিন্তা করে মজুদ রেখেছিলাম। কিন্তু গতকাল থেকে চাহিদা কমে গেছে। তাই কম দামেই বিক্রি করতে হচ্ছে।

তিনি বলেন, বুধবার প্রায় দেড় কেজি ওজনের ষোল পিস ইলিশ আনি। গতকাল পর্যন্ত ১২টা মত বেচেছি। বেশ ভালো দামও পাইছি। কিন্তু আজ সকাল থেকে আর একটাও বিক্রি হয়নি।

বেসরকারি চাকরিজীবী ইমরান হোসেন রাজু বলেন, ইলিশের সঙ্গে বৈশাখের কোনো সম্পর্ক নেই। বিষয়টি আগে থেকেই জানতাম। তবে গত দুএক বছর থেকে খাওয়া বন্ধ করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা আমাদের উৎসাহিত করেছে।

এ জাতীয় আরও খবর