রবিবার, ৯ই জুলাই, ২০১৭ ইং ২৫শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ‘হুইলচেয়ার ক্রিকেট দল’ ভারত যাচ্ছে

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৯, ২০১৭

---

নিজস্ব প্রতিনিধি : ওরা শারীরিক প্রতিবন্ধী। হুইলচেয়ারে চলাফেরা করেন। তাতে কি? মনের জোরের দিক থেকে কারও চেয়ে পিছিয়ে নেই তারা। ক্রিকেট খেলেন। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশে ক্রিকেট খেলতে যাচ্ছেন। এখন চলছে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন্স মাঠে তাদের অনুশীলন। তিন ম্যাচের ক্রিকেট সিরিজ খেলতে ১০ এপ্রিল বাংলাদেশ থেকে ভারত যাচ্ছে ‘হুইলচেয়ার ক্রিকেট টিম’। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা হয়ে দিল্লি যাবেন তারা। ১৫ জন ক্রিকেটারসহ ২৪ জনের দল। ভারতের ‘হুইলচেয়ার ক্রিকেট টিম’-এর সঙ্গে তারা তিনটি ম্যাচে অংশ নেবেন। কোচ আসাদুজ্জামান পাখি যুগান্তরকে জানান, তারা ভালো করবেন। টিমের অন্যতম সদস্য ও ‘ড্রিম ফর ডিজ্যাবিলিটি ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট হেদায়েতুল আজিজ মুন্না জানান, হুইলচেয়ারে বসে চলাফেরা করেন সারা দেশের এমন ১৫ জনকে ব্রাহ্মণবাড়িয়ায় জড়ো করে মাসছয়েক আগে ক্রিকেট টিম গঠন করা হয়। তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি আরও জানান, ১০ এপ্রিল ভারতের ত্রিপুরা রাজ্যের ডেপুটি স্পিকার পবিত্র করের বাংলদেশের দলকে স্বাগত জানানোর কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর